Saturday, December 21, 2019

গঙ্গাচড়ায় নিউ উল্কা ইয়ুথ কাবের বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিন কোলকোন্দ পশ্চিম পাড়া গ্রামে নিউ উল্কা ইয়ুথ কাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক খলিলুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী আব্দুল বারী স্বপন, সমাজ সেবক মিজানুর রহমান সাবু, ফরিদুল ইসলাম, সাজু মিয়া, তাজুল ইসলাম, শাহিন মিয়া। কাবের লিখন, বাবু, আকাশ, সিয়াম, রাঙ্গা, আনোয়ারুল, কামরুজ্জামান, আশিক, মুহিতসহ অন্যান্য সদস্যগণ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। সাংস্কৃতিক পরিবেশন করেন স্থানীয় মিনি, রুমা, বৃষ্টি, মেরিনা, আপি, স্বপন, নয়া প্রমুখ।

No comments:

Post a Comment