Saturday, December 21, 2019

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবী সততা সংগঠনের বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত


রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত মধ্যপাড়ার স্বেচ্ছাসেবী সততা সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার শুক্রবার দুইদিন ব্যাপী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মজিবুল হক টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হোদা মিয়া, সমাজ সেবক সুজা মিয়া, ফজলে মিয়া, খরকু সাহেব, মহুবর রহমান, আতিকুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাজ সচেতনকারী যুবক এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূক কার্যক্রম পরিচালনাকারী অটোচালক আব্দুল্লাহ আল সুমনের সার্বিক ব্যবস্থাপনায় ও সংগঠনের সদস্য তৌফিক, মোতাব্বর ও শাকিলের সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে। এতে কুড়িবিশ্বা ঢোগারপাড় স্পোর্টিং কাব একাদশ টাইব্রেকারে আলেকিশামত মধ্যপাড়া এ.এন.এস বন্ধু একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। এছাড়া স্বেচ্ছাসেবী সততা সংগঠন অবিবাহিত একাদশ ও আলেকিশামত মধ্যপাড়া বিবাহিত একাদশের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অবিবাহিত একাদশের সুমনের একমাত্র গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে।   

গঙ্গাচড়ায় নিউ উল্কা ইয়ুথ কাবের বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিন কোলকোন্দ পশ্চিম পাড়া গ্রামে নিউ উল্কা ইয়ুথ কাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক খলিলুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী আব্দুল বারী স্বপন, সমাজ সেবক মিজানুর রহমান সাবু, ফরিদুল ইসলাম, সাজু মিয়া, তাজুল ইসলাম, শাহিন মিয়া। কাবের লিখন, বাবু, আকাশ, সিয়াম, রাঙ্গা, আনোয়ারুল, কামরুজ্জামান, আশিক, মুহিতসহ অন্যান্য সদস্যগণ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। সাংস্কৃতিক পরিবেশন করেন স্থানীয় মিনি, রুমা, বৃষ্টি, মেরিনা, আপি, স্বপন, নয়া প্রমুখ।

গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাব সত্যের পক্ষে সবার জন্য কথা বলে,